এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নির্বাচন কমিশন (ইসি) সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওতে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ইসির সাথে বৈঠক বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি কেমন, সেটি জানতে চেয়েছি। মনে হচ্ছে, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
নজরুল ইসলাম খান আরও বলেন, বাদ যাওয়া ৩০ লাখ ভোটার তালিকায় যুক্ত হবে, এটি ইসি আমাদের জানিয়েছে। তার মধ্যে ১৫ লাখ বাদ পরবে, মৃত ব্যক্তি হিসেবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে বিএনপি বাধা দেবে বলেও জানান নজরুল ইসলাম খান।
নির্বাচনের সময়সীমা নিয়ে ইসির সাথে নয়, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করা হবে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা।