ট্রেনের ভেতর ৩ তরুণীর কাণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে একদিকে যেমন মানুষ উন্নতি করছে, অন্যদিকে কিছু মানুষের নৈতিক অবক্ষয় হচ্ছে। তাদের বিতর্কিত কর্মকাণ্ডও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণীরা কিছু কিছু ক্ষেত্রে বেপরোয়া আচরণ করছে। এবার এমনই একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়- ট্রেনের বগিতে প্রচণ্ড ভিড় থাকায় শৌচাগারের ভেতর অবস্থান নিয়েছেন তিন তরুণী। সেখান থেকেই তারা একটি ভিডিও আপলোড দেন। মূলত ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন ওই ৩ তরুণী। ট্রেনের ভেতর তীর্থযাত্রীদের ভিড়ের কারণে তারা শৌচাগারে অবস্থান নেন এবং মজা করে ভিডিও তৈরি করেন।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী ট্রেনের ভেতরে একটি শৌচাগারে দাঁড়িয়ে আছেন, সঙ্গে তার দুই বান্ধবী। শৌচাগারের ভেতর কমোডের ওপর পা দিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওই তরুণী। তার দাবি ভিড়ের হাত থেকে বাঁচার জন্য তারা বাধ্য হয়ে সেভাবে দাঁড়িয়েছেন।

শৌচাগারের দরজা খুলতেও তিনি বারণ করেন সঙ্গীদের। এই ঘটনায় চটেছেন নে়টিজেনরা। তারা বলছেন, এভাবে শৌচাগারের দরজা বন্ধ করে অন্য যাত্রীদের অসুবিধা করা একদম ঠিক হয়নি। মানুষ অসুবিধায় আছে আর তারা মজা করে ভিডিও করছে- তা কোনোভাবেই কাম্য নয়। একজন নেট ব্যবহারকারী মন্তব্য করেছেন- ওই তিন তরুণী টিকিট কেটে ট্রেনে উঠেননি। টিটির হাত থেকে বাঁচতে শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করেছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top