সন্ধান মিলল মাঝ আকাশে নিখোঁজ বিমানটির, সব আরোহীর মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রের নিখোঁজ বিমানটির সন্ধান মিলেছে। এটি এক দুর্গম স্থানে বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, এর সব আরোহী নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

আলাস্কায় মার্কিন কোস্টগার্ড শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছোট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝ আকাশে থাকাবস্থায় ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। সন্ধান পেয়ে কোস্ট গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে এক্স বার্তায় জানায়, বাকি ৭ জন বিমানের ভেতরে আছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিমানের অবস্থার কারণে বর্তমানে তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এই মর্মান্তিক ঘটনার শিকারদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা

নোমের ৩৪ মাইল (৫৫ কিমি) দক্ষিণ-পূর্বে তুষারাবৃত ভূখণ্ডে ধ্বংসাবশেষটি পাওয়া যায়। বিমানটির কিছু অংশও তুষারাবৃত হয়ে গেছে। কোস্টগার্ডের প্রকাশিত উদ্ধার অভিযানের ছবিতে দেখা যায়, তাদের দুই সদস্য ধ্বংসাবশেষে কিছু খুঁজছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উনালাকলিট থেকে যাত্রা শুরু করে সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি। এতে একজন পাইলট এবং ৯ জন যাত্রী ছিলেন। আলাস্কা স্টেট ট্রুপার্সের ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বেরিং সাগরের অংশ নর্টন সাউন্ডের বরফ জমা পানির ওপর দিয়ে বিমানটি যাচ্ছিল।

আলাস্কার কোস্টগার্ডের একজন কর্মকর্তা বেঞ্জামিন ম্যাকইনটায়ার-কোবল জানান, রাডারের তথ্য অনুসারে বিমানটির দ্রুত উচ্চতা এবং গতি হ্রাস পায়। তবে এর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। বিমানটি হঠাৎ যে এলাকায় পড়েছিল সেখানে আবহাওয়া শীতকালীন এবং প্রতিকূল ছিল।

বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না। এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়িঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে চারজন ক্রু ও দুজন যাত্রী। এক যাত্রী ছিল শিশু।

তার আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিমানের সবাই নিহত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top