মাদ্রিদ ডার্বিতে ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে চটলেন আনচেলত্তি

উত্তেজনা, বিতর্ক আর নাটকীয়তায় ভরা মাদ্রিদ ডার্বি! কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল নয়, বরং ভিএআরের বিতর্কিত সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ক্ষুব্ধ—তার দলের বিপক্ষে দেওয়া পেনাল্টি সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে এই পেনাল্টির কারণেই মূল্যবান পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোস।

৩৫তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি’র ফাউলের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অ্যাথলেটিকোকে পেনাল্টি দেয়, যা থেকে জুলিয়ান আলভারেজ গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় ফেরান।

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আনচেলত্তি প্রথমে বলেন, ‘আমি কিছু বলব না’, তবে পরে আক্ষেপ প্রকাশ করে জানান, ‘ফুটবল বোঝা মানুষ এমন সিদ্ধান্ত মেনে নিতে পারে না।’

গত সপ্তাহে এস্পানিওলের বিপক্ষে রেফারিং বিতর্কের পর আনচেলত্তির দল আনুষ্ঠানিকভাবে লা লিগার রেফারিং ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। আর তারই প্রেক্ষিতে অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে পাল্টা অভিযোগ করেছিলেন, রিয়াল মাদ্রিদ রেফারিদের ওপর চাপ সৃষ্টি করছে।

এমবাপ্পের গোলের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘আমরা জয় প্রাপ্য ছিলাম। দ্বিতীয়ার্ধে পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আক্রমণে গেছি, বক্সে ঢুকেছি, গোলও করেছি।’

এদিকে সিমিওনে পেনাল্টির সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, তবে ম্যাচের প্রথমার্ধে দানি সেবায়োসের ট্যাকেলে লাল কার্ড দেওয়া উচিত ছিল কি না, সেই বিতর্কও সামনে এনেছেন।

এই ড্রয়ের ফলে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ, তবে মাত্র ১ পয়েন্ট পেছনে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাথলেটিকো। লিগের শিরোপা দৌড় যে আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top