এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৫ ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি ৩২সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরসহ চলমান পরিস্থিতির জন্য ভারতও আংশিকভাবে দায়ী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
আজাদ মজুমদার বলেন, দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন তাকে আশ্রয় দিয়ে কথা বলার ও ঘৃণা ছড়ানোর সুযোগ করে দিয়েছে ভারত। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের অনুরোধ করা হয়েছে তাকে ফেরত পাঠানোর। এক্ষেত্রে তাকে দেশে ফেরত পাঠিয়ে ভারত সৎ প্রতিবেশী সুলভ আচরণ করবে বলে সরকার প্রত্যাশা করেন বলে জানান ডেপুটি প্রেস সচিব।