ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে মুকুট পুনরুদ্ধার করতে চান সুস্মিতা

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের ২০২৩ সালের ২১ কিলোমিটারের স্বর্ণজয়ী সুস্মিতা ঘোষ মাংসপেশিতে টান পড়ায় গত আসরে শূন্য হাতে ফিরেছিলেন। এবার হারানো মুকুট ফিরে পেতে চান বাংলাদেশ সেনাবাহিনীর এ অ্যাথলেট।

স্প্রিন্ট থেকে লম্বা দৈর্ঘ্যের দৌড়ের জন্য সম্প্রতি নিজেকে প্রস্তুত করেছেন সুস্মিতা। এবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুতও করেছেন। এ কারণেই প্রত্যাশার পারদ চড়ছে। নিজের প্রত্যাশা নিয়ে সুস্মিতা ঘোষ কে বলেন, ‘২০২৩ সালে স্বর্ণ জয়ের পর গত আসরে মাংসপেশির ইনজুরির কারণে সপ্তম হয়েছি। আশা করছি, এবার ভালো কিছু করতে পারব।’

বাংলাদেশ সেনাবাহিনীর এ দৌড়বিদ মাঝে সংস্থার ট্রেনিং এবং কোর্স নিয়ে ব্যস্ত ছিলেন। সে ব্যস্ততার পর পুরোদমে মনোযোগ দিয়েছিলেন। মাঝে দুটি ম্যারাথন খেলেছেন এ আসরের প্রস্তুতির অংশ হিসেবে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। এটি এখনো পর্যন্ত বাংলাদেশে আয়োজিত সর্ববৃহৎ ম্যারাথন প্রতিযোগিতা। যেখানে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন। ম্যারাথনে ১০ দেশের দৌড়বিদরা অংশগ্রহণ করবেন। একতা, বন্ধুত্ব এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে শুরু হওয়া আসরে থাকছে পাঁচ ভিন্ন ক্যাটাগরি—ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ-ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার এবং ১০ কিলোমিটার ভেটেরান। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে।

বিশাল এ আয়োজনে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যেন প্রতিযোগী ও দর্শকরা নিরাপদে ম্যারাথন উপভোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top