গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের ঘোষণা

গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর জেরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টে বলা হয় বেলা ১১টায় রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশে হবে। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন।

সংগঠনটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *