বিপিএলের প্লে-অফ: কারা এগিয়ে, কারা পিছিয়ে?

শেষ হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ৪৬ ম্যাচের এই জমজমাট টুর্নামেন্ট ইতোমধ্যে পার করেছে ৩২টি ম্যাচ। শেষ ধাপের খেলাগুলো আবারও ফিরছে ঢাকায়। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, যারা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দেখে নেওয়া যাক প্লে-অফে আসতে বাকি দলগুলোর কী করতে হবে?

রংপুর রাইডার্সের দাপট

বিপিএলে এবারের আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জেতার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে হোঁচট খেলেও রংপুর এখনো আট জয়ের মাধ্যমে সবার ওপরে। আর একটি জয় তাদের সেরা দুইয়ে থাকার নিশ্চয়তা দেবে, যা কোয়ালিফায়ারে সরাসরি খেলতে সাহায্য করবে।

বরিশাল ও চিটাগং এগিয়ে

ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসও প্লে-অফের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে। আট ম্যাচের মধ্যে ছয়টিতে জয়ী বরিশালকে বাকি চার ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত হবে তাদের জায়গা। অন্যদিকে, নয় ম্যাচে পাঁচ জয় নিয়ে চিটাগং কিংসকে বাকি ম্যাচগুলোর মধ্যে দুটি জিততে হবে প্লে-অফ নিশ্চিত করার জন্য।

খুলনার সম্ভাবনা উজ্জ্বল

সিলেটকে সর্বশেষ ম্যাচে হারানোর পর খুলনা টাইগার্সের অবস্থান শক্তিশালী হয়েছে। তাদের বাকি তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেলে সেরা চারে থাকা নিশ্চিত হবে।

ঢাকা ও সিলেটের কঠিন সমীকরণ

ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সের জন্য প্লে-অফে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। ১০ ম্যাচে মাত্র তিন জয়ের ঢাকা বাকি ম্যাচগুলোতে জিতলেও তাদের অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। সিলেটের অবস্থাও প্রায় একই রকম।

দুর্বার রাজশাহীর সুযোগ এখনও বেঁচে

বিতর্কিত পারফরম্যান্সের পরেও দুর্বার রাজশাহীর প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এর জন্য তাদের বাকি দুই ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে। রান রেটের হিসেবে রাজশাহী কিছুটা পিছিয়ে থাকায় সেখানেও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

আগামী ২৬ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। প্লে-অফ নিশ্চিতের এই রোমাঞ্চকর লড়াই আরও জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। ৪৬ ম্যাচের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top