ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত |

রাজধানীর ব্যস্ত সড়ক আজ রূপ নিয়েছিল দৌড়বিদদের পদচারণায়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫-এ দেশি-বিদেশি হাজারো দৌড়বিদ অংশ নিয়েছেন, যেখানে ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল-আমিন এবং মহিলা বিভাগে পাপিয়া খাতুন চ্যাম্পিয়নের মুকুট পরেছেন।

সকাল থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন ১০,১২৭ জন প্রতিযোগী, যার মধ্যে ৯,৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারী ছিলেন।

৪২.১৯৫ কিলোমিটার দীর্ঘ ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মো. আল-আমিন প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন। অন্যদিকে, নারী বিভাগে পাপিয়া খাতুন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম স্থান নিশ্চিত করেন।

হাফ ম্যারাথনে (২১.০৯৭ কিলোমিটার) পুরুষ বিভাগে মো. আশিক আহমেদ এবং মহিলা বিভাগে রিঙ্কি বিশ্বাস প্রথম হন।

১০ কিলোমিটার দৌড়ে বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন:
সাধারণ বিভাগ: (পুরুষ) এম সোয়ান, (মহিলা) প্রিয়া আক্তার
প্রথমবার অংশগ্রহণকারী: (পুরুষ) মো. তুহিন আল মামুন, (মহিলা) মোসা. সুমাইয়া আখতার
ভেটেরান বিভাগ: (পুরুষ) জসিম উদ্দিন আহমেদ, (মহিলা) ইরি লি কৈকি

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, ‘এই ম্যারাথন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করে।’

তিনি আরও আশা প্রকাশ করেন, এই আয়োজন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়াপ্রেম ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, স্পন্সর প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

ম্যারাথন শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারী দৌড়বিদরাও এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী বছর আবারও অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top