কবে ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম?

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল এবার ট্রফি নিয়ে চন্দ্রদ্বীপে ফিরছে। গত আসরে শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যাওয়া হয়নি দলের, তবে এবার জয়ের আগেই ট্রফি-ট্যুরের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। অবশেষে ফাইনালে চিটাগাং কিংসকে হারানোর পর তামিম নিশ্চিত করেছেন, রোববার (০৯ ফেব্রুয়ারি) ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছে তার দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘গতবার শিরোপা জিতেও আমরা বরিশালে যেতে পারিনি। এবার ঠিক করেছি ৯ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছি। আশা করি, বরিশালের মানুষ আমাদের স্বাগত জানাবে। সব ঠিক থাকলে, কাপসহ আমাদের দেখতে পাবেন।’

টুর্নামেন্টের শুরুতেই বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান জানিয়েছিলেন, দলের প্রধান পরিকল্পনাগুলো আসে তামিমের কাছ থেকে। শিরোপা জয়ের পর সেই কথার সত্যতা স্বীকার করে তামিম বলেন, ‘অবিশ্বাস্য অনুভূতি। আমি মালিককে ধন্যবাদ জানাই, তিনি আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না—এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি। এমন সমর্থন পাওয়া সত্যিই বিশেষ কিছু।’

সতীর্থদের প্রশংসা করে তামিম বলেন, ‘দলটি অভিজ্ঞতায় ভরপুর ছিল। রিশাদ, হৃদয়, শান্তদের মতো তরুণ খেলোয়াড়রা দারুণ অবদান রেখেছে। তবে আরিফুল হকের মতো প্রতিভাবান খেলোয়াড়কে মাঠে নামাতে না পারায় কিছুটা হতাশ। ও খেললে আরও এক নতুন তারকার উত্থান দেখতে পেতাম।’

উল্লেখ্য, বিপিএলের একাদশ আসরের ফাইনালে চিটাগাং কিংসের দেওয়া ১৯৪ রানের বিশাল লক্ষ্য ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে পার করে ইতিহাস গড়েছে ফরচুন বরিশাল। বিপিএল ফাইনালের ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top