প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছর স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। চব্বিশের গণঅভ্যুত্থান তুলে ধরে দ্রোহের গ্রাফিতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি ষড়যন্ত্রমূলক কাজে না জড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার ধ্বংসাত্মক কাজে ভারত সাহায্য করছে।