এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনের কথা বলেছেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন সংস্কার বিশ্লেষণ আলোচনায় একথা বলেন তিনি।
মান্না বলেন, ভারনারেবল (অরক্ষিত) সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো সম্ভব নয়। দরকার একটি মানসম্মত জাতীয় নির্বাচন।
আলোচনায় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক মিলন, নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম বক্তব্য রাখেন।