কেয়া কসমেটিকস লিমিটেড বন্ধ হচ্ছে

স্থায়ীভাবে কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। আগামী মে মাস থেকে এটি বন্ধ হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেয়া কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মে থেকে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা রয়েছে। এরপর ২৫ মে থেকে কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পেছনে প্রাথমিক কারণ হিসেবে বাজারের অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবে অসঙ্গতি, কাঁচামালের সংকট ও উৎপাদন কার্যক্রম কমে যাওয়াকে উল্লেখ করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।

এমন সিদ্ধান্ত কেয়া কসমেটিকসের ব্যবসায়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। বহু বছর ধরে দেশের প্রসাধন ও রূপচর্চা শিল্পে অন্যতম পণ্য সরবরাহকারী হিসেবে ব্যবসা করে আসছে কোম্পানিটি। তবে বন্ধ ঘোষণার পর এখনো ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top