অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা। বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয়ে ১০ কোটি ডলার অনুদান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক উদ্যোক্তা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা। এতো বিশাল অঙ্কের অনুদান দেওয়া ওই ব্যক্তির নাম রবিন খুদা। তিনি অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা।

বিশাল এ অনুদান দিয়েছে খুদা ফ্যামিলি ফাউন্ডেশন। এটি বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া সবচেয়ে বড় তহবিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে অধ্যয়নরত পিছিয়ে পড়া নারীদের পেছনে ব্যয় করা হবে। যার মেয়াদ হবে ২০ বছর।

সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট জানান, রবিন এই শিক্ষা কর্মসূচি নিয়ে প্রায় দুই বছর ধরে নানা পরামর্শ করেছেন। এরপর এ বিষয়ে তহবিল গঠন করা হয়েছে।

রবিন বলেন, সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ। তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করছেন।

বাংলাদেশি বংশোদাভূত এ উদ্যোক্তার বাড়ি সিরাজগঞ্জে। ১৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি পশ্চিম সিডনিতে বসবাস করছেন। ২০১৭ সালে এয়ারট্যাংক নামে একটি ডেটাসেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।

এর আগে কর্মীদের বেতনসহ অন্যান্য সুবিধা দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন অস্ট্রেলিয়ায় বসবাস করা এই বাংলাদেশি। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিন এয়ারট্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার প্রতিষ্ঠানটি একটি মার্কিন কোম্পানি দুই লাখ ৮৬ হাজার ৭১২ কোটি টাকায় (২৪ বিলিয়ন মার্কিন ডলার) অধিগ্রহণ করেছে। এরপর তিনি কর্মীদের জনপ্রতি ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা (৬৫ হাজার মার্কিন ডলার) করে বোনাস দিয়েছেন। আর কর্মীদের মোট বোনাস দিয়েছেন ২৬২ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা (২২ মিলিয়ন মার্কিন ডলার)। আকস্মিক এ বোনাস ছাড়াও কর্মীরা বার্ষিক অন্যান্য সুবিধা পেয়ে থাকেন।

রবিন জানান, কোম্পানির ৩৩০ কর্মীকে ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা করে প্রদান করেছে। এছাড়া জ্যেষ্ঠ ১২০ কর্মীকে প্রতিষ্ঠানের লভ্যাংশ শেয়ার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top