বিপিএল ফাইনালে তামিমকে ‘বিদায়ী সম্মাননা’ দেবে বিসিবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। তবে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএল ফাইনালের মঞ্চকেই বেছে নিয়েছে বিসিবি।

আগামীকাল (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে আনুষ্ঠানিক বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে বিশেষ এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।

বিপিএল শেষে প্রিমিয়ার লিগেও খেলার সম্ভাবনা আছে তামিমের। শুধু দেশেই নয়, বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অংশ নিতে চান তিনি। লিজেন্ডস লিগের মতো সাবেক তারকাদের টুর্নামেন্টেও দেখা যেতে পারে তাকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ব্যাট-প্যাড এখনই তুলে রাখছেন না এই ওপেনার।

তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও জল্পনা চলছে। তামিম যদি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন, সেটি হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠনের সময় তামিমকে ফেরানো নিয়ে আলোচনা হয় নির্বাচকদের মধ্যে। তারা তার মতামত জানতে চাইলে তামিম স্পষ্ট জানান, জাতীয় দলে আর ফিরতে চান না। এরপর সময় নিয়ে ভেবে ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

এরপর বিপিএল চলাকালীন এক সংবাদ সম্মেলনেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান তিনি। যদিও এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলেন। শেষবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে।

বিপিএল ফাইনালে মাঠে নামার আগে তামিমের জন্য এই বিদায়ী সম্মাননা নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। দেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় করে রাখতে বিসিবির এই উদ্যোগ প্রশংসনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top