ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর | চ্যানেল আই অনলাইন

নোয়াখালীতে সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তার বাসায় ভাঙচুর ও আগুন দেয় একদল ছাত্র-জনতা।

বৃহস্পতিবার ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ওবায়দুল কাদেরের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। বিক্ষুব্ধ জনতার একাংশ দোতলা ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দেয়।

নোয়াখালী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচার দোসর হিসেবে কাজ করবে তাদেরই এই পরিণতি হবে। সাধারণ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জানান, ওবায়দুল কাদেরের বাড়িতে বুলডোজার আসবে এবং এ বাড়ি গুড়িয়ে দেয়া হবে। এ বাড়ির পর স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও ভাঙচুর করার ঘোষণা দেয়া হয়।

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের পর পাশেই অবস্থিত তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

এ বাড়িটি ওবায়দুল কাদেরের জন্মস্থান ও তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র মির্জা কাদেরেরও বাসভবন।

গত ৫ আগস্ট রাতে এ বাড়িটিতে একবার ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর বাড়িটিতে কিছুটা সংস্কার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top