ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্মারকলিপি জমা দেয়া কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ’র কাছে স্মারকলিপি জমা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির অভিযোগ করেছেন, শিক্ষাঙ্গণে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তদন্ত সাপেক্ষে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে।

এর আগে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।

মঙ্গলবার সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top