দৈনিক দিগন্ত কণ্ঠের আনুষ্ঠানিক

র সিএসই বিভাগের ৬০ ব্যাচের শিক্ষার্থীদের এক অনন্য উদ্যোগ “দৈনিক দিগন্ত কণ্ঠ” আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমান এবং সিএসই বিভাগের অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব স্যার বলেন, “দৈনিক দিগন্ত কণ্ঠ বিশ্ববিদ্যালয়ের সিএসই ৬০ ব্যাচের শিক্ষার্থীদের একটি চমৎকার উদ্যোগ। আমি আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ মতামত প্রদান এবং একে অপরের সঙ্গে ভাবনার আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করবে।”তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর কার্যক্রম শিগগিরই নতুন আঙ্গিকে শুরু হবে। আমাদের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থী এবং সমন্বয়কদের একযোগে কাজ করার মধ্য দিয়ে একটি ইতিবাচক ও কার্যকর পরিবেশ তৈরি হবে। পাশাপাশি, অরাজকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত সবাই দিগন্ত কণ্ঠের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।উল্লেখ্য, দিগন্ত কণ্ঠ একটি অনলাইন দৈনিক পত্রিকা যা শিক্ষার্থীদের সৃজনশীল লেখা, মতামত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সহ সার্বিকভাবে দেশের সকল বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ প্রদান করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top