বির টহল দল তাকে আটক করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়।
বিজিবির বেউরঝাড়ী ক্যাম্প কমান্ডার সুবেদার মহাসিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা দেখতে পান, জাফরটলী গ্রামের মো. বলুর ছেলে জালাল (৩০) সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন। বিজিবি সদস্যরা তাকে সতর্ক করে এবং আটক করে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আশপাশের গ্রাম থেকে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। তারা বিজিবির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় কয়েকজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ বলেন, আমরা নিয়ম মেনেই সীমান্ত পাহারা দিচ্ছি। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম ক