মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই চরম উত্তেজনা, আর সেটির প্রমাণ আরেকবার মিলল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রিতে! মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট, হতাশ হতে হয়েছে হাজারো ক্রিকেটপ্রেমীকে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই মহারণ, যেখানে গ্যালারিতে জায়গা পেতে মুখিয়ে ছিলেন লাখো ভক্ত।

বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ের টিকিটের চাহিদা এতটাই তীব্র ছিল যে অনেকেই অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকিট পাননি। দুবাই প্রবাসী এক ভক্ত টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু যখন কিনতে গেলাম, তখন শুধু দু’টি ক্যাটাগরির টিকিটই অবশিষ্ট ছিল, যা আমার সাধ্যের বাইরে।”

চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের আয়োজনে হলেও ভারতের আপত্তির কারণে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইতেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের, যেখানে অংশ নিচ্ছে আটটি দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’-তে, আর গ্রুপ ‘বি’-তে লড়বে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তান এবারও শিরোপা ধরে রাখার চেষ্টায় নামবে, তবে ভারত-পাকিস্তানের এই লড়াই নিয়েই এখন সবচেয়ে বেশি উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top