ফাইনালে বরিশালের নতুন অস্ত্র—জিমি নিশাম!

নিউজিল্যান্ডের হার্ডহিটার অলরাউন্ডার জিমি নিশাম বিপিএল ফাইনালের জন্য যোগ দিচ্ছেন ফরচুন বরিশালে। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি, সেখান থেকে সরাসরি বিপিএলে আসছেন এই তারকা।

নিশামের ইনস্টাগ্রাম স্টোরির পর থেকেই জল্পনা ছিল, তিনি কোন দলের হয়ে খেলবেন। কেউ কেউ ধরে নিয়েছিলেন, খুলনা টাইগার্সে যোগ দিতে পারেন এই কিউই অলরাউন্ডার। তবে খুলনার মিডিয়া ম্যানেজার ফাহিম মুনতাসির এসব গুঞ্জন উড়িয়ে দেন। এরপরই নিশ্চিত হয়, নিশাম বরিশালের জার্সি গায়ে চাপাচ্ছেন।

ফরচুন বরিশাল বিপিএলের ফাইনালে উঠেছে দারুণ ফর্মে থাকা চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও, ১১ ম্যাচে ২০ উইকেট নেওয়া এই বোলার ফাইনালে থাকছেন না। সেই শূন্যতা পূরণ করতেই দলে আনা হয়েছে নিশামকে।

আগামী ৭ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল, যেখানে বরিশালের প্রতিপক্ষ হবে খুলনা টাইগার্স কিংবা চিটাগং কিংস। তার আগে, ৪ ফেব্রুয়ারির সকালেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন নিশাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top