বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় বিভিন্ন জেলায় বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সারা দেশে এ অভিযান চালানো হয়। দেশব্যাপী এ অভিযানে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহনকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১১টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় ৪টি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এ ছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মহানগরের জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ছয়জন চালককে সতর্ক করা হয়।

নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে আদাবর ও মোহাম্মদপুরে ২টি মোবাইল কোর্ট চালিয়ে ৪টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।

মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সারা দেশে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top