যথারীতি ফাইনালে বরিশাল |

আবারও বিপিএলের ফাইনালে জায়গা করে নিল বর্তমান শিরোপাধারী দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয় শিরোপার জন্য লড়বে তারা। তবে বরিশালের কাছে হারলেও এখনো ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা আছে চিটাগং কিংসের। সেক্ষেত্রে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের হারাতে হবে এলিমিনেটর রাউন্ডে জেতা খুলনা টাইগার্সকে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। টস হেরে আগে ব্যাটিং করা চিটাগং নির্ধারিত ওভারে স্কোর বোর্ডে ৯ উইকেটে তোলে ১৪৯ রান। জবাবে ১৬ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। বরিশালের হয়ে একাই পাঁচ উইকেট নেন পাকিস্তান পেসার মোহাম্মদ আলি। এরমধ্যে ৪টিই নেন এক ওভারে।

রান তাড়ায় বরিশালে শুরুটা ছিল দাপুটে। লম্বা সময় ধরে রান খরায় ভুগতে থাকা তাওহিদ হৃদয় ফিরে পান ছন্দ। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে দাপুটে শুরু এনে দেন তিনি। দলীয় ৫৫ রানে তামিম ফিরে গেলে একপাশ আগলে দ্রুত রান তোলেন হৃদয়। প্লে-অফে এসে পাওয়া ছন্দকে কাজে লাগিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ইংলিশ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানের সঙ্গে দারুণ এক জুটিতে বরিশালকে ফাইনালে তোলেন হৃদয়। ব্যাট হাতে একাই খেলেছেন ৫৬ বলের অপরাজিত ৮২ রানের ইনিংস। এর আগে চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন শামীম পাটোয়ারী। একের পর এক ব্যাটার ব্যর্থ হলে একপাশ আগলে দাপুটে ব্যাটিং করেন তিনি। ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারসেরা ৭৯ রানে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান বাঁ হাতি এ ব্যাটার। যদিও এতেও হারই দেখল তার দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top