হকি দলের কোচ হলেন সাবেক দুই অধিনায়ক

সাবেক দুই অধিনায়কের কাঁধে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব বর্তাল। আ ন ম মামুনুর রশীদকে কোচ এবং মশিউর রহমান বিপ্লবকে সহকারী কোচ করা হয়েছে। আসন্ন এএইচএফ কাপের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

দুজনই অতীতে জাতীয় দল নিয়ে কাজ করেছেন। মামুনুর রশীদ সর্বশেষ ২০১৫ সালে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। প্রায় দশ বছর পর সে দায়িত্বে ফিরেছেন সাবেক এ তারকা। মশিউর রহমান বিপ্লব ২০১৪ সালে ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডে ভিডিও বিশ্লেষক হিসেবে জাতীয় দলে কাজ করেছেন। প্রয়াত পাকিস্তানি কোচ নাভিদ আলমের কোচিং স্টাফে যুক্ত ছিলেন সাবেক এ ডিফেন্ডার।

নতুন দায়িত্ব সম্পর্কে মামুনুর রশীদ কে বলেন, ‘ইতিবাচক দিক হচ্ছে বেশিরভাগ খেলোয়াড় অনুশীলনের মধ্যে আছেন। কুপার টেস্ট হবে। এ টেস্টের পর আমি তাদের বিপ টেস্ট নিতে চাই। তারপরই খেলোয়াড়দের সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সে আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অতীতে বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করলেও সিনিয়র দলকে কোচিং করানোর সুযোগ প্রথমবারের মতো পেলেন মশিউর রহমান বিপ্লব। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক কে বলেন, ‘আমাকে মনোনীত করায় বাংলাদেশ হকি ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় দলে কাজ করার ইস্যুতে আমার সংস্থা বিকেএসপি থেকে অনুমতি পেলে নিজের সেরাটা নিংড়ে দিতে চাই।’

মামুন-বিপ্লব কম্বিনেশনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ কোচ হিসেবে মামুনুর রশীদ পরীক্ষিত। অন্যদিকে নিকট অতীতে বিকেএসপি থেকে জাতীয় দলে উঠে আসা অধিকাংশ খেলোয়াড়কে হাতের তালুর মতো চেনা মশিউর রহমান বিপ্লবের। এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেছেন, ‘বিকেএসপিতে কাজ করার সুবাদে বর্তমান সময়ের সব খেলোয়াড় সম্পর্কে তার (বিপ্লবের) ধারণা আছে। জাতীয় দলে এটা দারুণ কাজে দেবে। আশা করছি, আমরা দলকে সর্বোচ্চ সেবা দিতে পারব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top