বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স শুরু করেছেন। প্রথম দিনেই তিনি বাফুফের অনাবাসিক একাডেমির ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের উৎসাহিত করেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশে আসা এবং নিজের ক্লাব নিয়ে চলমান জটিলতা নিয়ে কথা বলেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে জামাল বলেন, ‘হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলে, যা দেশের ফুটবলের জন্য বিশাল ব্যাপার। যদি আমাদের আরও ৩-৪ জন হামজার মতো খেলোয়াড় থাকত, তাহলে দেশের ফুটবলে বড় পরিবর্তন সম্ভব। হামজার আগমন সবাইকে অনুপ্রাণিত করবে।’