রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে সোমবার (০৩ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৭ দশমিক ২৯-তে এ দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের পর তার প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়ও।

সংবাদমাধ্যমটি আরও বলছে, ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এটি চলতে থাকলে ভারতসহ উন্নয়নশীল দেশগুলো তার বড় ভুক্তভোগী হবে। উৎপাদন খরচের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে।

ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাডা, মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরও করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রুপির মান ক্রমাগত কমে যাচ্ছে।

গত বছরের নভেম্বর থেকেই ক্রমাগত ভারতীয় রুপির দরপতন ঘটছে। নানা চেষ্টা করেও এটা থামানো যাচ্ছে না। সর্বশেষ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৮৬.৬২। আজ সোমবার তা ৬৭ পয়সা কমে ডলারের বিপরীতে ৮৭.২৯ এ দাঁড়িয়েছে।

এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top