এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন বলেছেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।
দীর্ঘদিন বিদেশে থাকার পর আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন শহীদুজ্জামান কাকন। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এসময় তিনি এসব কথা বলেন।
শহীদুজ্জামান কাকন সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে আমি বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম। এখনও যদি দল আমাকে এমপি নির্বাচনের জন্য মনোনীত করে তাহলে নেতাকর্মীদের নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
বিমানবন্দরে নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তিনি দেশের রাজনীতির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশে বসেই দেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত ছিলেন। সর্বদা তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।