মিরপুরের ঘূর্ণিতে বিদেশিদের কাবু করে নাসুমের উচ্ছ্বাস

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে বল করতে দারুণ স্বস্তি পান খুলনা টাইগার্সের স্পিনার নাসুম আহমেদ। বিপিএল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচ শেষে জানালেন, বিদেশি ব্যাটারদের বিপক্ষে বল করতে সবসময়ই আলাদা আত্মবিশ্বাস কাজ করে তার মধ্যে।

লিগ পর্বের শেষ ম্যাচে এসে প্লে-অফ নিশ্চিত করা খুলনা টাইগার্স এলিমিনেটরে রংপুরকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। রংপুর ম্যাচের আগে একঝাঁক বিদেশি তারকা দলে ভেড়ালেও মাঠের পারফরম্যান্সে তার ছাপ পড়েনি। মাত্র ৮৫ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

খুলনার জয়ের নায়ক নাসুম আহমেদ। তার ঘূর্ণিতেই কুপোকাত রংপুরের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে দুই ভয়ংকর বিদেশি ব্যাটসম্যান জেমস ভিন্স ও টিম ডেভিডকে ফেরানোয় বড় ভূমিকা রেখেছেন এই স্পিনার।

ম্যাচ শেষে প্রতিপক্ষের বিদেশি ব্যাটারদের বিপক্ষে বোলিং নিয়ে নাসুম বলেন, ‘মিরপুরের উইকেটে বিদেশিদের বিপক্ষে বল করতে আমার ভালোই লাগে। তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বোলিং করলে সফলতা পাওয়া যায়।’

রংপুরের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করেন নাসুম। প্রথম ৮ ওভারের মধ্যে ৪ ওভারই বোলিং করেন তিনি, যার মধ্যে একটি মেডেনও ছিল। তার এমন পারফরম্যান্স নিয়ে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের ডানহাতি ব্যাটার বেশি ছিল, তাই মিরাজ আমাকে টানা বোলিং করিয়েছে। আগের ম্যাচগুলোতে পরিবর্তন আনা হলেও আজকের পরিকল্পনা একটু ভিন্ন ছিল।’

বিপিএলের পরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে বাংলাদেশ দলের স্কোয়াডেও জায়গা পেয়েছেন নাসুম। টুর্নামেন্টে তার বিপিএল অভিজ্ঞতা কাজে লাগবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। আপাতত বিপিএলেই মনোযোগ দিচ্ছি, এখানকার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি।’

নাসুমের এই ফর্ম যদি চ্যাম্পিয়নস ট্রফিতেও অব্যাহত থাকে, তাহলে স্পিন সহায়ক কন্ডিশনে বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারেন এই বাঁহাতি স্পিনার। এখন দেখার বিষয়, খুলনা টাইগার্সের শিরোপা স্বপ্নে আরও কতটা অবদান রাখতে পারেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top