শাওনের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া প্রেস সচিবের

বইমেলার প্রথম দিন বাংলা একাডেমিতে স্থাপন করা শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলার কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তার সেই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এর পক্ষে-বিপক্ষে কথা বলেন অনেকে।

সেই পোস্টের কটাক্ষ করে ফেসবুকে পাল্টা একটি পোস্ট করেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সেখানে প্রেস সচিবের পোস্টের সমালোচনা করেন তিনি। তবে এবার শাওনের সেই সমালোচনার জবাব দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শেয়ার করা এক পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আমি নিশ্চিত আমার পোস্টগুলো আপনাকে হতাশ করবে না!! একমাত্র জিনিস যা আপনাকে আঘাত করতে পারে তা হলো আপনি আমার ওয়ালে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটির মতো কোনো জিনিস বা বাংলার কসাইয়ের কোনো প্রশংসাপত্র পাবেন না!!’

ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন-
‘মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়েরি পড়ছেন, এটা ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে কেউ একজন আমার প্রতিটি লাইন মনোযোগ সহকারে পড়ছে। আমি লিখতে ভালোবাসি এবং যখন দেখি অনেক মানুষ আমার ডায়েরির লেখা পড়ছে, তখন ভালো লাগে।’

বাংলাদেশের অনেক ভালো পাঠকের প্রয়োজন যারা মাওয়ের লিটল রেড বুক – আমাদের ক্ষেত্রে আনফিনিশড বায়োগ্রাফি – থেকে শুরু করে সব ধরনের লেখার মাধ্যমে তাদের লেখাকে বৈচিত্র্যময় করে তুলবেন। আমি অনেক কিছু লিখেছি, যার মধ্যে (বিতর্কিতভাবে) বাংলাদেশের গাজাখোরদের দুর্দশার ওপরও বেশ কিছু লেখা রয়েছে।

আমার ফেসবুক ওয়ালে সবাইকে স্বাগতম!! গত বছর আমি অর্ধ মিলিয়নেরও বেশি শব্দ লিখেছিলাম এবং হাজার হাজার পরিষ্কার ছবি পোস্ট করেছি (কিছু পেঙ্গুইনের ছবিসহ)। আমি নিশ্চিত আমার পোস্টগুলো আপনাকে হতাশ করবে না!! একমাত্র জিনিস যা আপনাকে আঘাত করতে পারে তা হলো আপনি টুঙ্গিপাড়ার ওশান্ত শেই ছেলেটির মতো কোনো জিনিস বা বাংলার কসাইয়ের কোনো প্রশংসাপত্র পাবেন না!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top