সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’

অমর একুশে বইমেলার প্রথম দিন বাংলা একাডেমিতে স্থাপন করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন। বইমেলার প্রাঙ্গণে বসানো ডাস্টবিনে শেখ হাসিনার ছবি থাকাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি বলেন, ‘ছয় মাস হলো, আমরা একটা খুনি-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পাইছি। জাস্ট ছয় মাস!’

শিষ্টাচারের বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘যে খুনি শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে খুন করিয়েছে, জুলাইয়ে একটা নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলিকে গুমের পর হত্যা করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে, তার সাথে শিষ্টাচার?’

প্রশ্ন রেখে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘হিটলারের সাথে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top