মেডিকেলে সুযোগ পাওয়া রিকশাচালকের ছেলের পাশে তারেক রহমান

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজশাহীর চারঘাটে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া রিকশাচালক মিজানুর রহমানের ছেলে নিরবের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিরবের বাড়ি পরিদর্শন করেন তারেক রহমানের প্রতিনিধি দল। এতে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদত ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের নেতৃত্বে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মেডিকেলে পড়াশোনার বই সামগ্রী ও নগদ অর্থসহায়তা তুলে দেন নিরবের হাতে।

উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের দরিদ্র রিকশাচালক মিজানুর রহমানের ছেলে নিরব। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনি। ছেলের এমন সাফল্যে পরিবার খুশি হলেও ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন। নিরবের দারিদ্র্যতার খবর পেয়ে তারেক রহমান অর্থসহায়তা পাঠিয়েছেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার পতন কিংবা ২৪ এর জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁক। যেখানে ছাত্র রাজনীতির অংশগ্রহণ গড়ে দিয়েছে নতুন অধ্যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস ছাত্রলীগ কায়েম করেছে, তার জুজু দেখিয়ে গৌরবময় ছাত্র রাজনীতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার এ ঘৃণ্য প্রয়াস প্রকারান্তরে একটি গুপ্ত সংগঠনকে মৌলবাদী রাজনীতি করার ফ্রি পাস দেওয়ার শামিল।

তিনি বলেন, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন সমাধান নয়, তেমনি অতীত সরকারের আমলে ছাত্র রাজনীতির কালো অধ্যায়ের সমাধান ছাত্র রাজনীতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়। বরং অতীত ঐতিহ্য পুনরুদ্ধারে বুদ্ধিবৃত্তিক গঠনমূলক শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top