বিচারবহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন

বিচারবহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

রোবাবর (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ‘পুনর্গঠিত কমিটি শপথ’ উপলক্ষে আয়োজিত শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রকৌশলী আশরাফুল আলম বলেন, খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে। চট্রগ্রাম নেভাল সেন্টারের ঘটনায় জড়িত সৈনিকরা কি লীগ কোটায় চাকরিপ্রাপ্ত? কেনো তারা ছাত্র-জনতাকে রড দিয়ে পিটিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

প্রধান অতিথি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনো ফ্যাসিবাদের মতো আচরণ করছে। আইনশৃঙ্খলার অবনতি, ফুটপাতমুক্ত নগর প্রয়োজন। যানজটে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। বিচারবহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, যুবদল নেতাকে যৌথ বাহিনী নির্যাতন করে মেরেই ফেলল? এটা মেনে নেওয়া যায় না। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো হত্যাকাণ্ড ঘটলে এর দায় প্রশাসন এড়াতে পারে না। প্রশাসনের ভেতর এখনো আওয়ামী ভূত ঘাপটি মেরে আছে। তারাই এ ধরনের কাণ্ড ঘটাচ্ছে।

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, অ্যাডভোটেক মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top