প্রোটিয়াদের উড়িয়ে ভারতের মেয়েদের বিশ্বকাপ জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। জি ত্রিশার অলরাউন্ড নৈপুণ্যে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে তারা, প্রতিপক্ষকে মাত্র ৮২ রানে অলআউট করার পর ১২তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় তরুণীরা।

কুয়ালালামপুরের ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৮২ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। বল হাতে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন জি ত্রিশা। এরপর ব্যাট হাতেও ত্রিশা দেখান দাপট—অপরাজিত ৪৪ রান করে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ফলে ফাইনালের সেরা খেলোয়াড় ও পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে তার হাতেই।

টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা, তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক দল। এরপর কায়লা রেনেক ও কারাবো মেসোর চতুর্থ উইকেট জুটিতে কিছুটা আশা জাগলেও, ত্রিশার শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক। এরপর মিকে ভ্যান ভুর্স্ট (২৩) ও ফাই কাউলিং (১৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ত্রিশা আবারও ব্রেকথ্রু এনে দেন।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস ৮২ রানেই শেষ হয়ে যায়। ভারতের হয়ে পারুনিকা সিসোদিয়া, আয়ুশি শুক্লা ও বৈষ্ণবী শর্মা নেন ২টি করে উইকেট।

৮৩ রানের সহজ লক্ষ্যে নেমে ত্রিশা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। যদিও ৫ম ওভারে ওপেনিং সঙ্গী জি কামিলিনী (৬) আউট হয়ে যান, তবে এরপর সানিকা চালকের (২৬) সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে* মাত্র ১১.২ ওভারেই জয় নিশ্চিত করেন তিনি।

ত্রিশার ৩৩ বলে ৮ চারসহ ৪৪ রানের অপরাজিত ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ৯ উইকেটের সহজ জয়ে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছে রেখে দেয় ভারতীয় মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৮২ (২০ ওভার) | মিকে ভ্যান ভুর্স্ট ২৩, জি ত্রিশা ৩/১৫

ভারত: ৮৪/১ (১১.২ ওভার) | জি ত্রিশা ৪৪, সানিকা চালকে ২৬ | কায়লা রেনেক ১/১৪

ফল: ভারত ৯ উইকেটে জয়ী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top