রমজান ও ঈদের তারিখ ঘোষণা করল কাজাখস্তান

এক মাস আগেই পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। সঙ্গে ঈদুল ফিতরের তারিখও জানিয়েছে তারা।

কাজাখস্তানের সংবাদমাধ্যম আজাত্তাক রায়হি জানিয়েছে, দেশটির ‘মুসলিম প্রশাসন’ ঘোষণা করেছে যে, আগামী ১ মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। এছাড়া, লাইলাতুল কদর পালিত হবে ২৬ থেকে ২৭ মার্চ রাতে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হিজরি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে।

রমজান ও ঈদুল ফিতরের পাশাপাশি, ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিম প্রশাসন। তারা জানিয়েছে, আগামী ৬, ৭ ও ৮ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

বিশ্বের বেশিরভাগ দেশে এখনো খালি চোখে চাঁদ দেখে রমজান ও দুই ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবেও এ পদ্ধতি অনুসরণ করা হয়। যদিও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র রয়েছে, তারপরও তারা চাঁদ দেখার ঐতিহ্যবাহী পদ্ধতিকে প্রাধান্য দিয়ে থাকে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র গত ২৮ জানুয়ারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানায়।

তারা বলেছে, যেহেতু শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়; সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকদের মতে, ওইদিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী ১ মার্চ থেকে ওই অঞ্চলে পবিত্র মাস শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top