আন্দোলন সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন, অভিযোগ উমামা ফাতেমার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসেই এ বিষয়ে আমাদের ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু নারীরা অবদমিত হচ্ছেন- এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ মুখপাত্র বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্নভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়েছে। এ নিয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, মেয়েরা নিজের যোগ্যতায় ভালো করলেও অনেকেই বলে থাকেন, মেয়ে তো, কোটার মাধ্যমে এখানে এসেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top