মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি | কালবেলা

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দিকে মুক্তি দিচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন। এর আগে সকালে তিন ইসরায়েলি পণবন্দিকে রেড ক্রসের মাধ্যমে তেলআবিবের কাছে হস্তান্তর করে হামাস।

আজ সকালে এক বিবৃতিতে ইসরায়েল নিশ্চিত করেছিল, ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তারা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ীই তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে। প্রাথমিকভাবে, ৯০ জন বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হলেও পরে এই সংখ্যা ১৮৩-তে বাড়ানোর কথা বলা হয়।

বিবৃতিতে জানানো হয়, মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ছিল। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top