নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে: মির্জা ফখরুল

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে, সেজন্য সরকারকেও নিরপেক্ষ থাকতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্ররা নতুন দল করতে চায় এতে আমরা খুশি। তবে সরকারে থেকে কোন দল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

কুমিল্লায় যুবদলের নেতা হত্যার বিচার দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। গুমের ঘটনা দেখতে চাই না, আমরা বাংলাদেশে আইনের শাসন দেখতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top