বাহরাইনের ক্রাউন প্রিন্সকে প্রধান উপদেষ্টার চিঠি

রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তি, বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফাকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এ তথ্য জানিয়েছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।

গত ২৯ জানুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. জায়ানি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তার চিঠিটি চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন।

ড. ইউনূস বাহরাইনের জাতীয় দিবস এবং মহামহিম রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এ অভিনন্দন বার্তা পাঠান।

পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বিশেষ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ভিসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচ্য বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনাসহ ইতিবাচক সমাধানে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি সেবা দেওয়াসহ নানা অনুষ্ঠান আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশংসা করেন। পাশাপাশি দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের বাহরাইন-ওমান ফাইনাল লাইভ ম্যাচ সিনেমা হলে প্রদর্শন ও তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

একইসঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দূতাবাসের সঙ্গে যৌথভাবে লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২০ ও ২৯ জানুয়ারি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের পর পর দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে যথাক্রমে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান ও তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top