জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, আগামী মাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনে এই দলের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সংসদে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকারের নির্বাচন দেওয়া উচিত।