ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজে ইমামতী করেছেন বাংলাদেশি মাওলানা জোবায়ের হোসেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে বেলা ২টার দিকে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজে অংশ নিতে রাজধানীসহ আশপাশের জেলা থেকে যান মুসল্লিরা।

এর আগে, বৃহস্পতিবার মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এখানে ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমান আছেন। উর্দু ভাষার মূল বয়ান বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সিসহ কয়েকটি ভাষায় রূপান্তর করা হচ্ছে। আয়োজকরা জানান, দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন। এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। ফলে এবারই তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top