আওয়ামী লীগের আমলে চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি হয়েছে: শিল্প উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, চলতি বছর নগরীর ২১ টি খাল পরিষ্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর বারইপাড়া ও সুন্নিয়া খাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আদিলুর রহমান জানান, এর আগে জলাবদ্ধতা নিরসনে খাল খননের যে কাজগুলো হয়েছে তা হয়নি।

আগামী বর্ষায় জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি পাবে কি না এমন প্রশ্নে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অন্যান্য বছরের মতো পানি উঠবে না তবে জলাবদ্ধতা হবে। বিগত বছরে নগরীর ৩ সেবা সংস্থা সিডিএ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে প্রতিবছর নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। তবে আগামী দিনে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে চার প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা। ইতোমধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top