শিশু নির্যাতন চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

শত শত শিশুকে যৌন নির্যাতন, অপহরণ, মানবপাচার, বাল্যবিবাহসহ বহু অপরাধের সঙ্গে জড়িত ভয়ংকর একটি ইহুদি চক্রের নেতাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল। ইন্টারপোলের গুয়াতেমালা কর্তৃপক্ষ বুধবার (২৯ জানুয়ারি) তাকে সাংবাদিকদের সামনে হাজির করে। খবর তার্কি টুডে ও বেলগ্রেড নিউজের।

ইন্টারপোলের বরাতে প্রতিবেদনে বলা হয়, আল্ট্রা-অর্থোডক্স ইহুদি চক্র লেভ তাহোরের অন্যতম হোতা ইয়োয়েল অল্টারকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের নেতৃত্বে একটি অভিযানে গুয়াতেমালায় তিনি গ্রেপ্তার হন। চক্রটির বিরুদ্ধে শত শত শিশু নির্যাতন এবং মানবপাচারের অভিযোগ রয়েছে।

৩৫ বছর বয়সী অল্টারকে গুয়াতেমালায় গ্রেপ্তারের পর দেশটির একটি আদালতে হাজির করা হয়। সেখানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সম্ভবত বিচারের জন্য তাকে মেক্সিকোতে প্রত্যর্পণ করা হবে। কারণ, মেক্সিকোতে তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে। মেক্সিকোর অনুরোধেই ইন্টারপোল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লেভ তাহোর চক্রটি ১৯৮৮ সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত। এর সদস্যরা শিশু নির্যাতন, মানব পাচার এবং নাবালক মেয়ে শিশুদের বয়স্ক পুরুষদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়াসহ বিভিন্ন গুরুতর অপরাধে অভিযুক্ত। এসব অভিযোগে চক্রটির বিরুদ্ধে তদন্ত চলছে।

চক্রটি ২০১৪ সাল থেকে আরও ভয়ংকর হয়ে উঠে। বর্তমানে তারা মেক্সিকো এবং গুয়াতেমালায় কার্যক্রম পরিচালনা করছে। ২০২৪ সালের ডিসেম্বরে গুয়াতেমালার পুলিশ সান্তা রোসা অঞ্চলে চক্রটির নিয়ন্ত্রণধীন একটি ভবনে অভিযান চালিয়ে হতবাক হয়ে যায়। সেখান থেকে ১৬০ শিশু এবং ৪০ নারীকে উদ্ধার করা হয়। তাদের সেখানে আটকে রেখে চক্রটির সদস্যরা যৌন নির্যাতন করছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top