‘ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা, তবে…’

ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ফ্যাসিবাদ আর না ফিরে আসে।

তিনি বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top