শাবিপ্রতিতে ‘রাজনীতি, সমাজ উন্নয়ন’ শীর্ষক সেমিনার শুরু শুক্রবার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’- শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম, কনফারেন্স স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক রওনক জাহান উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মলনে দুটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে।

শনিবার (০১ জানুয়ারি) বিকেলে আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top