ফের শিরোনামে এমএ আজিজ স্টেডিয়াম

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ইস্যু আরও একবার শিরোনামে উঠে এসেছে। এবার বলা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয় করে স্থানীয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এ ভেন্যু ব্যবহার করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া বিভাগের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। যার অর্থ দাঁড়াচ্ছে, বরাদ্দকৃত সময়ে এ ভেন্যুর ওপর বাফুফের একক কর্তৃত্ব থাকছে না। এ ভেন্যু বাফুফের অনুকূলে প্রথমে ১০ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে জানানো হয়, বরাদ্দ ২৫ বছরে উন্নীত করা হয়েছে।

আন্তর্জাতিক মানের ফুটবল কমপ্লেক্স গড়তে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বরাদ্দ চেয়েছিল বাফুফে। ২৫ বছর বরাদ্দ দিয়ে সম্প্রতি শর্ত জুড়ে দেওয়ায় আদৌ ফুটবল কমপ্লেক্স গড়া যাবে তো! কারণ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এ ভেন্যু ব্যবহার করলে এখানে ফুটবল ছাড়া ক্রিকেট, হকির মতো অন্যান্য ডিসিপ্লিনে খেলা হবে। মাঠে ক্রিকেটের উইকেট তৈরি করতে খোঁড়াখুঁড়ির প্রয়োজন হবে। উইকেটের সুরক্ষার জন্য বন্ধ রাখতে হবে ফুটবল কার্যক্রম।

বন্দরনগরীর এ স্টেডিয়াম বাফুফের অনুকূলে বরাদ্দ দেওয়ার পর স্থানীয় ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্টরা মানবন্ধন করেন। এমএ আজিজ স্টেডিয়ামে ক্রীড়া কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার দাবিতে অন্যান্য কর্মসূচিও হাতে নেওয়া হয়েছিল। কারণ দেশের সকল জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে সবচেয়ে সক্রিয় চট্টগ্রাম। বছরজুড়েই নানা ক্রীড়া কর্মকাণ্ড পরিচালিত হয় এ জেলায়। দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সংস্থা হিসেবে সে বিষয়ও বিবেচনায় রাখতে হয়েছে এনএসসিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top