এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জনগণের সমস্যা সমাধান করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারব না। নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চুয়াডাঙ্গায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা অনেক ভালো ভালো কথা আলোচনা করছি। সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাসহ সবার কাছ থেকে ভালো কথাবার্তা শুনছি। দিনশেষে জনগণ জিজ্ঞেস করবে দ্রব্যমূল্যের কী অবস্থা, নির্বাচনের কী খবর?
তিনি বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, লোকাল পর্যায়ে নির্বাচন হোক, কোনো প্রতিষ্ঠানের হোক, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে সেখানে জনগণকে নির্ধিদ্বায়, নির্বিগ্নে, শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করতে হবে। সমাজে জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা তৈরি করতে না পারলে সব বৃথা।