উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানে যাচ্ছেন না রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তানে যাওয়া নিয়ে চলমান জল্পনার অবসান হলো। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিদ্ধান্ত নিয়েছে—উদ্বোধনী অনুষ্ঠান কিংবা ক্যাপ্টেনস ফটোশুট কিছুই হবে না! ফলে রোহিতের পাকিস্তানে যাওয়ার প্রয়োজন পড়ছে না।

একটি বিশ্বস্ত সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, ‘উদ্বোধনী অনুষ্ঠান কখনোই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই এটি বাতিল করারও প্রশ্ন আসে না।’ যদিও পিসিবি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা খবরটিও অস্বীকার করেনি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় সরকারের পক্ষ থেকে বরাবরই পাকিস্তান সফরের বিষয়ে সতর্কতা জানানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ভারত সরকার রোহিতের পাকিস্তান সফরের বিরোধিতা করেছে কি না, তা নিশ্চিত নয়, তবে এই সিদ্ধান্ত তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানের না থাকার পেছনে সাম্প্রতিক উদাহরণও টানা হচ্ছে। ২০১১ সালের বিশ্বকাপের পর আর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে সব খেলোয়াড়রা একত্রিত হননি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যাপ্টেনদের কোনো ফটোশুট বা প্রেস কনফারেন্স ছিল না।

পিসিবি এবং আইসিসি ব্যাখ্যা করেছে, উদ্বোধনী অনুষ্ঠান বা ক্যাপ্টেনদের একত্রিত করা সম্ভব নয়, কারণ অংশগ্রহণকারী দলগুলোর পাকিস্তানে আগমনের সময় ভিন্ন। যেমন ইংল্যান্ড দল ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে, ভারতের বিপক্ষে ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে সিরিজ শেষ করার পর বিশ্রাম নিয়ে তারা লাহোর যাবে। একইভাবে অস্ট্রেলিয়া দল ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে, ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করার পর তারা বিরতি নেবে।

যেহেতু অধিকাংশ দল টুর্নামেন্টের একদিন আগে বা সেদিনই পাকিস্তানে পৌঁছাবে, তাই উদ্বোধনী অনুষ্ঠান বা ক্যাপ্টেনদের ফটোশুট আয়োজন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

যদিও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে না, তবে পাকিস্তানের পুনঃনির্মিত স্টেডিয়ামগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, আর ১১ ফেব্রুয়ারি করাচির জাতীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

এছাড়া ১৬ ফেব্রুয়ারি লাহোর ফোর্টে চ্যাম্পিয়ন্স ট্রফির স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে পিসিবি, যেখানে বোর্ড ও আইসিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top