সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচাক আক্তার হোসেন।

এ সময় তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে ১২টি ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমান পেয়েছে দুদক। এছাড়া শরীফের স্ত্রী, শশুড় শাশুড়ী ও ২ শ্যালকের নামে বিপুল স্থাবর অস্থাবর সম্পদ থাকার প্রমাণও পেয়েছে সংস্থাটি।

তাদের একাধিকবার জিঞ্জাসাবাদের জন্য ডাকা হলেও কেউ দুদককে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন মহাপরিচালক। চিঠির জবাব না দেয়ায় তাই শরীফের স্ত্রী ও ৪ আত্মীয়ের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top