বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ভারতীয় পত্রিকার অপপ্রচার 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজারে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পাতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পেজটি’র পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করতে এবং ভারতের প্রক্সি শেখ হাসিনার বাংলাদেশের ওপর তার ঘৃণ্য শাসন পুনরায় চালু করতে অনেক ভারতীয় জাতীয়তাবাদী চলমান প্রচারণায় আরেকটি স্যালভো চালু করেছে।’

এতে আরও বলা হয়, ‘আয়োজকের সর্বশেষ ক্যানভাস হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোস এর বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি চ্যালেঞ্জ।’

পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘষট তৈরির এই স্বচ্ছ প্রচেষ্টার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল দেখবে বলে অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ আস্থা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ঢাকায় অবস্থিত তার দূতাবাস ভাল করে জানে যে, প্রফেসর ইউনূস বাংলাদেশের সমালোচনাকারীদের সাথে বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ করেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী ও সুশীল সমাজ প্রতিষ্ঠানের নেতারা।’

সবশেষে পোস্টে উল্লেখ করা হয়, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অন্যান্য বন্ধু ও সহযোগীদের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ, ট্রাম্প প্রশাসনকে কারচুপি করার প্রচেষ্টা এবং বিশুদ্ধভাবে উদ্ভাবিত প্রচারের মাধ্যমে দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উন্মুখ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top