বাটলার না সরলে সাবিনাদের গণ অবসরের হুমকি

বাংলাদেশ নারী ফুটবল দলে অস্থিরতা চরমে! কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও অসদাচরণের অভিযোগ এনে তার অধীনে আর খেলতে রাজি নন জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা। বাফুফে যদি ব্রিটিশ এই কোচকে বহাল রাখে, তাহলে একযোগে অবসরের ঘোষণাও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফে ভবনে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহারসহ ১৭ সিনিয়র খেলোয়াড় লিখিত বক্তব্য দিয়ে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেন।

কোচ বাটলারের বিরুদ্ধে নারী ফুটবলারদের ক্ষোভ নতুন কিছু নয়। সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীনই তার আচরণ নিয়ে অসন্তোষের কথা শোনা গিয়েছিল। তবে এবার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার ঢাকায় ফিরে কোচ যখন টিম মিটিং ডাকেন, তখন কোনো খেলোয়াড়ই সেখানে উপস্থিত হননি।

আজ সকালে বাটলার জিম সেশন আয়োজন করলে ২৯ জনের স্কোয়াড থেকে মাত্র ১২ জন অংশ নেন। বাকিরা একসঙ্গে ক্যাম্প বয়কট করে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন এবং লিখিত বক্তব্য দেন।

‘নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’ শিরোনামে দেওয়া বক্তব্যে তারা স্পষ্ট জানিয়ে দেন—এই কোচ থাকলে তারা জাতীয় দলে খেলবেন না।

ফুটবলাররা বলেছেন, বাফুফে যদি পিটার বাটলারকে বহাল রাখে, তাহলে তারা ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তারা লিখেছেন, ‘আমরা মনে করি, আমাদের প্রয়োজন ফুরিয়েছে। তাই বাফুফে যদি বাটলারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হবো।’

কোচকে নিয়ে এমন সংঘাতের ফলে বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কী সিদ্ধান্ত নেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top